লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি:-বহুদিন পর গণতান্ত্রিক পদ্ধতিতে তারুন্য নির্ভর সংবাদকর্মীদের নিয়ে বহুল আলোচিত কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি মশিউর রহমান সেলিমকে সভাপতি, জাতীয় সাপ্তাহিক আমাদের অধিকারের সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের লাকসাম-মনোহরগঞ্জ প্রতিনিধি এম.এ মান্নানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
৪ নভেম্বর সোমবার রাতে লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যাংক রোড এলাকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মশিউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিনের স্বাক্ষরিত এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।
নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি নুরউদ্দিন জালাল আজাদ (সম্পাদক, সাপ্তাহিক লাকসাম) সহ সভাপতি
মোহাম্মদ আবদুর রহিম(দৈনিক আলোকিত সকাল),সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম(দৈনিক কালবেলা)সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ (নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক কুমিল্লা),অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন(দৈনিক বাংলা কাগজ),দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী হীরা(দৈনিক গণজাগরন),প্রচার সম্পাদক মোজাম্মেল হক আলম(দৈনিক রূপালী বাংলাদেশ),আমোদ-প্রমোদ ও আপ্যায়ন আবুল হোসেন বাবুল (দৈনিক মুক্ত খবর),সমাজ কল্যান সম্পাদক মোঃ ওমর ফারুক,(দৈনিক স্বাধীন ভোর),ক্রীড়া ও সাংস্কৃতিক আফরাতুল করিম রিমু(অগ্রযাত্রা প্রতিদিন),তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল হোসেন সবুজ(দৈনিক বাংলাদেশ সমাচার),মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার(সাপ্তাহিক লাকসাম প্রতিনিধি)। নির্বাহী সদস্য পদে রয়েছেন মোহাম্মদ আহসান উল্লাহ(সম্পাদক,খবর তরঙ্গ),আমিনুর রহমান আমিন(সাপ্তাহিক আমাদের অধিকার প্রতিনিধি),মো: আবদুর রশিদ(দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি),মোঃ কামরুজ্জামান ভুঁইয়া রিয়াদ (দৈনিক আশ্রয় প্রতিদিন প্রতিনিধি), সাধারণ সদস্যরা হলেন- জামাল উদ্দিন স্বপন
(প্রধান সম্পাদক, সাপ্তাহিক সবুজ পত্র),আমজাদ হোসেন(দৈনিক আমার সংবাদ প্রতিনিধি),নুরে আলম মানিক (দৈনিক প্রেজেন্ট টাইমস),দেবব্রত পাল বাপ্পী
(দৈনিক সকালের সময়),মোহাম্মদ উল্লাহ
(দৈনিক সবুজ বাংলাদেশ),দেলোয়ার হোসেন
(দৈনিক সংগ্রাম প্রতিদিন),মোঃ শহিদুল ইসলাম
(সাপ্তাহিক স্পষ্টকথা),পিংকি বেগম( সাপ্তাহিক সবুজ পত্র),আবদুর রহমান
(দৈনিক তৃতীয় মাত্রা),সৌরভ হোসেন
(জয় টিভি),খোরশেদ আলম
(অপরাধ বিচিত্রা) ও কামরুজ্জামান আরিফ
(দৈনিক বঙ্গ জননী)।
উল্লেখ্য, ২৪ অক্টোবর বৃহস্পতিবার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় কণ্ঠভোটে দৈনিক ভোরের আকাশ পত্রিকার লাকসাম প্রতিনিধি মশিউর রহমান সেলিমকে সভাপতি, সাপ্তাহিক আমাদের অধিকার সম্পাদক কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর লাকসাম প্রতিনিধি এম এ মান্নানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই সময় নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, লাকসামে সংবাদ কর্মীদের একটাই সংগঠন থাকবে। ‘লাকসাম প্রেসক্লাব’ সাংবাদিকদের কথা বলবে, সাংবাদিকদের স্বার্থে কথা বলবে। সমাজের অসংগতি তুলে ধরতে সাংবাদিকরা সবসময় তৎপর থাকবেন। সাংবাদিকতা পেশায় অপশক্তির হস্তক্ষেপ রুখতে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ একযোগে কাজ করবেন।