ফের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ

পোস্ট এর সময় : ১০:১৬ অপরাহ্ণ , ভিজিটর : ৫

নিজস্ব প্রতিবেদক:-আগামীকাল দেশের মসজিদে মসজিদে দোয়া এবং ৫ ও ৬ নভেম্বর দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে বিএনপি। সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী রোববার ভোর ৬টায় থেকে মঙ্গলবার ভোর ৬টায় পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

একই দাবিতে গত ৩১ অক্টোবর থেকে আজ ২ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *