’নিজস্ব প্রতিবেদক ঃ সরকারি গাড়ি ব্যবহার করে হাট থেকে গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) বিরুদ্ধে। বৃহস্পতিবার রাজশাহীর সিটি হাট থেকে গাড়িতে তুলে নিয়ে যান নাটোরের বাগাতিপাড়ার ইউএনওহা-মীম তাবাসসুম প্রভা।
জানা গেছে, বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে একটি মিটিংয়ে আসেন বাগাতিপাড়ার ইউএনওহা-মীম তাবাসসুম প্রভা। এ সময় তিনি বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবিরের ডাবল কেবিনের গাড়ি ব্যবহার করেন। মিটিং শেষে বিকেল বেলায় হাটে থেকে একটি গরু সেই গাড়ির পিছনের কেবিনে তুলে নিয়ে যাওয়া হয়।
ওই হাটে সরকারি নাটোর ঠ-১১০০৪৭ নম্বরের গাড়িটিতে গরু তুলতে দেখা যায়। ওই গাড়ির ড্রাইভার মো: সুমন জানান, ইউএনও ম্যাডাম গাড়িটিতে এসেছেন তিনি এখান থেকে গরু নিয়ে যাবেন তাই গাড়িটিতে তোলা হচ্ছে।
এ বিষয়ে বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবিরকে মোবাইলে কয়েক দফা চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে গরু পরিবহনের কথা স্বীকার করেছেনবাগাতিপাড়ার ইউএনওহা-মীম তাবাসসুম প্রভা। তিনি বলেন, ‘আমি সরকারি একটি মিটিংয়ে রাজশাহী গিয়েছিলাম। বাগাতিপাড়ায় কোনো গরুর হাট বসে না। ফলে আমি সেখান থেকে গরু নিয়ে এসেছি।’
ব্যক্তিগত কাছে সরকারি গাড়ি ব্যবহার হলো কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি। সরকারি কাজে গিয়ে আসার সময় নিয়ে এসেছি।’
এ বিষয়ে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা সরকারি গাড়িতে গরু এনেছেন বিষয়টি আমার জানা নেই।’
তবে গাড়িতে গরু পরিবহনের কাজটি ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘এটা ঠিক না, এটা নিন্দনীয়। এটা আমরা আশা করি না। এ বিষয়ে একটু খোঁজখবর নেব। ভবিষ্যতে কেউ যাতে এটা না করে।