দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লার লালমাইয়ে প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী অস্থায়ী কোরবানী গবাদি পশুর হাট হরিশ্চর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে বৃহস্পতিবার (৫ জুন ২০২৫)বিশাল কোরবানী পশুর হাট বসেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বহু বছর আগ থেকে এ প্রতিষ্ঠানে কুমিল্লা জেলা দক্ষিনাঞ্চলের মধ্যে বিশাল পশু হাট হয়ে আসছে। সকাল থেকে দুপুর অবধি পর্যন্ত বেপারী ও স্থাণীয় লোকজন গরু আনতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে পুরোমাঠ কানায় ভরে যায় গরুতে। সোহেল নামে গরু কিনতে আসা তিনি জানান এখানে খুব সুন্দর সুন্দর গরু উঠেছে। অন্যান্য বাজার থেকে এখানে দাম কিছুটা কম আছে। আমি ১ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে একটি ষাড় গরু কিনেছি। অপরদিকে ব্যাপারী করিম মিয়া জানান, আমি প্রতিবছর এখানে গরু আনি। এবারও আমি ২০টি গরু এনেছি। ভাল দাম পাচ্ছি। অন্যাণ্য গরু বেপারীরা জানান, সন্ধ্যার পর ক্রেতার সংখ্যা খুবই কম।
বাজার ইজারাদার মোঃ রফিকুল ইসলাম মেম্বার জানান, গরু বাজার সুন্দর ও সুষ্ঠ্য ভাবে পরিচালনা করার জন্য আপ্রান চেষ্টা করছি। আবহাওয়া ভাল থাকায় বাজারে গরু বেচাকেনা ভাল হয়েছে। পুলিশ প্রশাসন আমাদের ভাল ভাবে সহযোগিতা করেছেন। এছাড়া আমাদের অধ্যক্ষ মহোদয় মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন আমাদের কে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। আমি ব্যাক্তি ভাবে উনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।