শহীদুল ইসলাম শাহীন: গত ১৮ মার্চ লাকসাম পৌরসভার হাউজিং এস্টেট মারকাযুন নূর ত্বাহেরুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার হিফজ সমাপনী (হিফজুল কোরআন সম্পূর্ণকারী) ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে মাদ্রাসা সংলগ্ন মাঠে দু’আ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাওঃ মোহাম্মদ উল্লাহ মজুমদারের সভাপতিত্বে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মিরপুর আকবর কমপ্লেক্সের মহা পরিচালক মুফতী দিলাওয়ার হোসাইন, বিশেষ ওয়াজিন হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আফতাব নগর মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা আবু মুসা কাসেমী, ঢাকা ডেমরা আহমদ শাহী জামে মসজিদের খতিব মাওঃ মুফতি মাকসুদুর রহমান ফরিদী, ঢাকা ডেমরা মারকাযুন নূর ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মুফতি ইউসুফ সিদ্দিকী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোঃ আবদুল আজীজ। উক্ত মাদ্রাসার মুহতামিম মুফতি মাওঃ মাহবুবুর রহমানের সার্বিক তত্বাবধানে মাহফিল শেষে ৩৬ জন কোরআনে হাফেজদের কে পাগড়ী প্রদান করা হয়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন লাকসাম মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওঃ মোঃ আবুল খায়ের, লাকসাম দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মুফতী মাওঃ আবু ইউসুফ, নশরতপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ মোহাম্মদ উল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। গভীর রাত পর্যন্ত আমন্ত্রিত ওলামায়ে কেরামগন কোরআন, হাদীস নিয়ে জ্ঞানগর্ব আলোচনা করে বিশ^ শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।