দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে প্রতিবছরের ন্যায় এবছর ও মুদাফরগঞ্জ ইউনিয়ন নিজ বাড়ি পাশাপুরস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও অঙ্গসংগঠন- লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলার আয়োজনে ঈদ পুনর্মিলনী রবিবার দুপুরে (৮ জুন) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ সংসদীয় আসনের গণ মানুষের নেতা মোঃ আবুল কালাম। লাকসাম ও মনোহরগঞ্জ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত।
মোঃ আবুল কালাম বক্তব্যে বলেন, যারা বিগত ২৫ বছর আমার সাথে ছিলেন আমি তাদেরকে নিয়ে থাকব। আমি আপনাদের পাশে আছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। আমি বিএনপির পক্ষ থেকে সবাইক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।