লাকসামে ফুল কুড়াতে গিয়ে সেফটি ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু

পোস্ট এর সময় : ১১:১৭ অপরাহ্ণ , ভিজিটর : ৬৬

নিজস্ব সংবাদদাতা:- ফুল কুড়াতে গিয়ে টয়লেটের সেফটি ট্যাঙ্কে পড়ে ১৯ মাস বয়সের আরিফা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে ৫ নভেম্বর দুপুরে লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি গ্রামের জাকির হোসেন পন্ডিতের বাড়িতে। জাকির পন্ডিতের টয়লেটের সেফটি ট্যাঙ্কিতে পড়ে ওই শিশুর মৃত্যু হয়।

টয়লেটের সেফটি ট্যাঙ্কটির মুখ খোলা অবস্থায় ছিল বলে স্থানীয়দের অভিযোগ। 

লাকসাম পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মজুমদার ও নরপাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  মেম্বার বাবুল খান রবিবার রাতে এপ্রতিবেদককে শিশু আরিফা’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তারা বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই এবং শিশুর পরিবারের লোকজন লাশ দাফন করেছে।

বাড়ির মালিক জাকির হোসেন পন্ডিত বলেন, টয়লেটের সেফটি ট্যাঙ্কি’র মুখের ডাকনা নষ্ট ছিল, সেগুলোর উপরে টিন দিয়েছি। এমনকি দুই তিনদিনের মধ্যে ঠিক করতে মিস্ত্রী আসার কথা ছিল। 

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত শিশু আরিফা’র বাবা আলী আকবর একজন মৎস্য বিক্রেতা। সে গাইবান্ধা জেলার রুপার বাজার এলাকার শরিফ উল্লা বাবুর্চির ছেলে। প্রায় বার বছর পূর্বে লাকসাম পৌরসভার পশ্চিম বাতাখালি গ্রামের হোসেন মিয়ার মেয়ে কোহিনূর বেগম’কে বিয়ে করেন আলী আকবর।  বিয়ের পর থেকে আলী আকবর  তার স্ত্রীকে নিয়ে লাকসামের নরপাটি গ্রামের জাকির হোসেন পন্ডিত বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকেন। তাদের কোল জুড়ে আসে একে একে দুইটি সন্তান । ছেলে আরিফুল ইসলাম বয়স নয় বছর আর মেয়ে আরিফা’র বয়স এক বছর নয় মাস।

রবিবার দুপুরের দিকে বাড়ির খোলা জায়গায় আরিফাসহ তিন-চারজন শিশু খেলা করছিল। পাশে ছিল মুখ খোলা টয়লেটের সেফটি টাঙ্কি এর উপরে পড়ে থাকা কয়েকটি জবা ফুল। এসময় ফুল কুড়াতে গিয়ে ময়লার সেফটি টাঙ্কিতে পড়ে যায় আরিফা। অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *