দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
লাকসামে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে দৌলতগঞ্জ বাজার পুরাতন বাজারে নুপুর কর্মকারের দোকানটি। বুধবার তার দোকানে কোরবানী উপলক্ষে ছরি,দা, বটি, ধামা সাজিয়ে রাখা হয়েছে ।
জানা যায়, নুপুর কর্মকার দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সহিত ব্যবসা করে আসছে। মানুষের সাথে ভাল ব্যবহার করে নুপুর কর্মকার। সেলিম মিয়া জানান, আমি ওনার দোকানে বহু বছর ধরে কাজ করে আসছি। তার কাজে আমি সন্তুষ্ট।
নুপুর কর্মকার জানান, সকলের আর্শীবাদে আমার দোকানে অনেক কাজ আছে। আমি ভাল কাজে বিশ^াসী। আমি ভাল কাজ করে কাষ্টমার সন্তুষ্ট করে আমাকে যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট।