লাকসামে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

পোস্ট এর সময় : ১১:০২ অপরাহ্ণ , ভিজিটর : ৪৪

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:-লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের কমিটিকে কেন্দ্র করে দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার প্রতিবাদে এবং বিএনপির অস্তিত্ব রক্ষার স্বার্থে দু গ্রুপকে এক টেবিলে বসা ও সমন্বয় করে কমিটি করার আহবান জানিয়ে দলের নির্যাতিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
লাকসাম-মনোহরগঞ্জের বিএনপির তৃনমুলের নির্যাতিত নেতাকর্মীর ব্যানারে শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য এডভোকেট আরিফ হোসেন সৈকতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা সাকিব মজুমদার, জহিরুল ইসলাম শামীম, সাজ্জাদুর রহমান মানিক, আজাদুর রহমান আজাদ, টিপু সুলতান, শাহীন হোসেন, ন.ফ.স. কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেনহোসেনসহ যুবদলের শতশত নেতাকর্মী।
বিক্ষোভ মিছিলে সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতারা বলেন, লাকসামে বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। আর অন্য পক্ষের নেতৃত্বে আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম। দীর্ঘদিন ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটি গঠন নিয়ে এ দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। তাদের গ্রুপিংয়ের কারণে দলের নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে।
তারা আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দী বিএনপি নেতা সাইমুন রহমান রকির নির্দেশে লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের কমিটিকে কেন্দ্র করে দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার প্রতিবাদে এবং বিএনপির অস্তিত্ব রক্ষার স্বার্থে দু গ্রুপকে এক টেবিলে বসা ও সমন্বয় করে কমিটি করার আহবান জানান।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) লাকসাম যুবদলের কমিটি গঠন ও প্রতিনিধি সভাকে কেন্দ্র করে দৌলতগঞ্জ বাজারে বিএনপির দু’গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *