দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে ২ জুন (সোমবার) প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী উত্তরদা ইউপির চন্দনা বাজার (স্কুল মাঠে) জমে উঠেছে কোরবানীর পশুর হাট।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে স্কুল মাঠে বড় বড় গরু আসতে দেখা যায়। ক্রেতা-বিক্রেতা হাটে গরু এনে স্বাচ্ছন্দ্যবোধ করতে দেখা যায়। হাটে কয়েকজন গরু বিক্রেতার সাথে আলাপ করে জানা যায়, আমরা হাটে গরু এনেছি লাভ করার জন্য। গরুর দাম ভাল পাচ্ছি। বাজার কমিটির লোকজন আমাদের সাথে ভাল ব্যবহার করেছেন।
গরু বাজার কমিটির ইজারাদার মোঃ হেদায়েত বলেন, আমার বাজার কমিটির লোকজন সকলে ভাল ভাবে কাজ করছে। বাজারের কোন অবস্থাতে কোন গন্ডগোল না হয় আমরা সেই দিকে নজর দিচ্ছি। পুলিশ প্রশাসন আমাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের হাটে বিক্রেতাদের বিভিন্ন সুযোগ দিয়ে রেখেছি। আগামী ৪ জুন বুধবার শেষ বাজার আশা করি বিগত বছর তুলনায় ভাল জমজমাট বলে আমি বিশ^াস করি।