লাকসামে ইছাপুরা স্কুল মাঠে
বিশাল কোরবানী পশুর হাট

পোস্ট এর সময় : ৮:০৭ অপরাহ্ণ , ভিজিটর : ১২

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে ২ জুন (সোমবার) প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী গোবিন্দপুর ইউপির ইছাপুরা (স্কুল মাঠে) বিশাল কোরবানীর পশুর হাট হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে স্কুল মাঠে বড় বড় গরু আসতে দেখা যায়। ক্রেতা-বিক্রেতা হাটে গরু এনে স্বাচ্ছন্দ্যবোধ করে দেখা যায়। হাটে বেশ কয়েকজন গরু বিক্রেতার সাথে আলাপ করে জানা যায়, আমরা হাটে গরু এনেছি লাভ করার জন্য। গরুর দাম ভাল পাচ্ছি। বাজার কমিটির লোকজন আমাদের সাথে ভাল ব্যবহার করেছেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এড. মোঃ নাজমুল হক জানান, আমার বাজার কমিটির লোকজন সকলে ভাল ভাবে কাজ করছে। বাজারের কোন অবস্থাতে কোন গন্ডগোল না হয় আমরা সেই দিকে নজর দিচ্ছি। পুলিশ প্রশাসন আমাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের হাটে বিক্রেতাদের বিভিন্ন সুযোগ দিয়ে রেখেছি। বাজার থেকে যা আয় হবে সেটি স্কুলের কাজে লাগানো হবে। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা মেডাম উপস্থিত ছিলেন। আগামী ৬ জুন শুক্রবার শেষ বাজার আশা করি বিগত বছর তুলনায় ভাল জমজমাট বলে আমি বিশ^াস করি। অপরদিকে কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কোরবানী গরুর হাট জমে উঠেছে। ইজারাদারদের সাথে আলাপ করে জানা যায় আমাদের বাজারে ভালো গরু এসেছে। যারা বিক্রি করতে এনেছেন তারাও ভাল দাম পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *