দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে মঙ্গলবার (৩ জুন) বিকেলে প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী আজগরা হাজী আলতাফ আলী স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল কোরবানীর পশুর হাট জমেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে স্কুল মাঠে বড় বড় গরু আসতে দেখা যায়। ক্রেতা-বিক্রেতা হাটে গরু এনে স্বাচ্ছন্দ্যবোধ করতে দেখা যায়। হাটে বেশ কয়েকজন গরু বিক্রেতার সাথে আলাপ করে জানা যায়, আমরা হাটে গরু এনেছি লাভ করার জন্য। গরুর দাম ভাল পাচ্ছি। বাজার কমিটির লোকজন আমাদের সাথে ভাল ব্যবহার করেছেন।
ইজারাদার বিএনপি নেতা হারুন গং জানান, আমার বাজার কমিটির লোকজন সকলে ভাল ভাবে কাজ করছে। বাজারের কোন অবস্থাতে কোন গন্ডগোল না হয় আমরা সেই দিকে নজর দিচ্ছি। পুলিশ প্রশাসন আমাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের হাটে বিক্রেতাদের বিভিন্ন সুযোগ দিয়ে রেখেছি। বিগত বছরের তুলনা এখন াত্যন্ত সুন্দর ও বিশাল আয়োজন করেছি। এ হাটে ক্রেতা-বিক্রেতাগণ উৎসাহ উশুীপনার সাথে গরু ছাগল বিক্রয় করছেন। শেষ বাজার আশা করছি বিগত বছর তুলনায় ভাল জমজমাট বলে আমি বিশ^াস করি। অপরদিকে ফুলগাঁও বাজারে কোরবানী গরুর হাট জমে উঠেছে। ইজারাদারদের সাথে আলাপ করে জানা যায় আমাদের বাজারে ভালো গরু এসেছে। যারা বিক্রি করতে এনেছেন তারাও ভাল দাম পাচ্ছে।