বদিউল আলম মজুমদারের সাথে লাকসাম পিএফজির মত বিনিময় সভা

পোস্ট এর সময় : ৫:৫৩ অপরাহ্ণ , ভিজিটর : ৩৫

জাফর আহমেদ:-কোন স্বৈরতান্ত্রিক সরকার ভবিষ্যতে নির্বাচন কমিশনকে যেন নিজের মত করে ব্যবহার করতে না পারে ওইভাবে নির্বাচন কমিশনকে সংস্কার করা হবে। স্থানীয়ভাবে স্থানীয়রাই সকল সমস্যা সমাধান করার চেষ্টা করুন। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান হলে দেশ এগিয়ে যাবে। দেশে তেমন কোন সমস্যা থাকবে না এবং সরকারিভাবে জাতীয় সমস্যা সমাধান করতে সহজ হবে৷ সুজন, পিএফজি ও ইয়ুথ গ্ৰুপের সদস্যগণ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং তাদের আচার-আচরণে তারা জাতির সামনে মডেল হিসেবে উপস্থাপিত হতে হবে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রীয় সম্পাদক ও দি হাঙ্গার প্রজেক্ট এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার উপরোক্ত কথাগুলো বলেন। ১১ অক্টোবর লাকসাম গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে ওই মত বিনিময় ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশের শুরুতে পিস ফ্যাসিলিটিটার গ্রুপ ও ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে ডক্টর বদিউল আলম মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷ পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় উক্ত মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন, পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, এম্বাসেডর মো: সিরাজুল হক, নাজমুন নাহার নূপুর, লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি ও পিএফজি এম্বাসেডর নূরে আলম মানিক, পিএফজি সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন, ইসলামীক ফ্রন্ট কুমিল্লা জেলার সভাপতি মীর মোঃ আবু বকর সিদ্দিক, সাংবাদিক আরিফুর রহমান স্বপন, সাংবাদিক মাঃ কামাল উদ্দিন, সাংবাদিক সেলিম চৌধুরী হীরা প্রমুখ৷
এসময় আরো উপস্থিত ছিলেন, পিএফজি এম্বাসেডর নিমাই চন্দ্র সাহা, গোপাল সাহা, পিএফজি সদস্য ও আল খিদমা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম হেলাল, মোঃ আহসান হাবিব, মোঃ খবির উদ্দিন কিরন, রতন লাল দাস, প্রবির সাহা, আফরাতুল করিম রিমু, মোঃ মামুন হোসেন,শহিদুল ইসলাম, ইয়ুথ‌ গ্রুপের কো-অর্ডিনেটর তাসলিমা আক্তারসহ পিএফজি ও ইয়ুথ গ্রুপের লাকসাম ইউনিটের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *