পৌনে ৪ বছর পর আবার হরতাল

পোস্ট এর সময় : ৭:২২ অপরাহ্ণ , ভিজিটর : ১৩

নিজস্ব প্রতিবেদক:-পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে রোববার ঢাকায় হরতাল আহ্বানের মাধ্যমে প্রায় তিন বছর আট মাস পর আবারো হরতাল কর্মসূচিতে ফিরে গেল বিরোধী দল বিএনপি।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে মহাসমাবেশের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন। এর পরপরই কার্যত সমাবেশের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এমনকি সমাবেশে মির্জা ফখরুলের সভাপতির ভাষণ দেয়ার কথা থাকলেও তাও দিতে পারেননি।

তবে এই হরতালের মাধ্যমেই বিএনপি আবার হরতালের কর্মসূচিতে ফিরে গেল। এর আগে দলটি সবশেষ হরতাল করেছিল ২০২০ সালের ২ ফেব্রুয়ারি।

তখন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ঢাকায় ওই হরতাল ডেকেছিল বিএনপি। ওই হরতাল নিয়েও অনেক আলোচনা হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। কারণ দলটি সেবারও দীর্ঘ সময় পর হরতাল কর্মসূচির ডাক দিয়েছিল।

ওই সময় তিন বছর ১০ মাস ১১ দিন পর ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছিল দলটি। তার আগে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সর্বশেষ হরতাল দিয়েছিল বিএনপি।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর ২০১৫ সালে ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে টানা তিন মাস হরতাল-অবরোধ পালন করে দলটি।

ওই হরতাল-অবরোধ ও আন্দোলন এক পর্যায়ে সহিংস রূপ নেয়। একের পর বাসে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনায় বহু মানুষ হতাহত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সরকার এসব ঘটনার জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করলেও তারা অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টা সরকারকেই এসব ঘটনার জন্য দায়ী করে আসছে।

ওই সময় হরতাল অবরোধ চলতে চলতে পরিস্থিতি নিজ থেকেই একপর্যায়ে স্বাভাবিক হয়ে এলে বিএনপি শেষ পর্যন্ত নিজেরাই কর্মসূচি স্থগিত করে এবং ২০১৫ সালের এপ্রিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হরতাল-অবরোধ কর্মসূচির অবসান ঘটান।

ওই দিনের পর থেকে বিএনপিকে বিভিন্ন দল ও সংগঠনের হরতাল কর্মসূচিতে সরাসরি সমর্থন দিলেও তারা নিজেরা প্রায় চার বছর কোনো হরতালের ডাক দেয়নি।

এর আগে ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর ২০০৯ সালের ৭ জানুয়ারি মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ওই বছরের ২৭ জুন বিভিন্ন দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিলেন তখনকার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া।

এরপর ২০১০ সালের নভেম্বরে খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে বের করে দেয়ার প্রতিবাদে বিএনপি দ্বিতীয় হরতাল পালন করে।
সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *