নিজস্ব প্রতিবেদক:-পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে জিও নিউজ জানিয়েছে, ২০২৪ সালের ২৮ জানুয়ারি রোববার দেশটির জাতীয় নির্বাচন হতে পারে।
সূত্রের খবর, দুই দিন পর এ বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টকে লিখিতভাবে জানাবে সেখানকার নির্বাচন কমিশন।
পাকিস্তানের নির্বাচন কমিশন প্রস্তাবিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে বলেও সরকারি একটি সূত্র নিশ্চিত করেছে।
এর আগে সুপ্রিমকোর্ট থেকে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে নির্বাচন কমিশনকে চাপ দেয়া হয়। পাকিস্তানের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করার বিধান। সে হিসাবে আগামী ৩ নভেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
কিন্তু গত সপ্তাহে পাক সুপ্রিমকোর্ট এক পর্যবেক্ষণে জানায় যে, ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়। এরপরই দ্রুত সময়ের মধ্যে একটি তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়তে থাকে।
সূত্র : জিও নিউজ ও ডেইলি জংগ