ফারুক আল শারাহ:-কুমিল্লার নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেককাটা উৎসব, র্যালি ও আলোচনা সভা। গতকাল শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে স্থানীয় সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মাঠে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের ঢল নামে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সদস্য আল মাহমুদ ভূঁইয়া বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য কাউন্সিলর জহিরুল্লাহ মজুমদার সুমন। প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল খায়ের আবু, অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, মফিজুর রহমান হক, মজিবুর রহমান মুজিব, মো. শাহজাহান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া বাছির, শহিদুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন আলমগীর, হুমায়ুন কবির মজুমদার, মজিবুল হক বাদল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আবুল হাশেম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা ডা. জাহাঙ্গীর আলম মজুমদার, সদস্য ফয়েজ কবীর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর এমরান বাহার, উপজেলা যুবলীগ সদস্য জহিরুল কাইয়ুম মিঠু, আল আমিন শাহিন, শাহজাহান সাজু, মিজানুর রহমান, হাসান খোরশেদ ভূঁইয়া ফরহাদ, জুয়েল মোল্লা, আ জ ম রাসেল মজুমদার, অ্যাড. সাইফুল ইসলাম রুবেল, নুরুল হক নুরু, উপজেলা ছাত্রলীগনেতা ওবায়দুল হক, রহমত উল্লাহ রাহাত, শাহাদাত হোসেন, আশিকুর রহমানসহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়।
বক্তারা আরও বলেন, যুবলীগ সবসময় স্বাধীনতার পক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে। আগামীদিনেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সারাদেশের ন্যায় নাঙ্গলকোট উপজেলা যুবলীগ বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকবে।