রোববার সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেসের দুটি বগি হবিগঞ্জের রশিদপুরে লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আখাউড়া-সিলেট রেলপথের হবিগঞ্জের রশিদপুর নামক স্থানে কুশিয়ারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে ৷
ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে এবং সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে ইতোমধ্যে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে।