ভোলায় একটি তেলবোঝাই ট্যাংকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনায় শফিজল ইসলাম (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
বুধবার সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের পশ্চিম পাশে এ দুঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত শফিজল সৌদি আররে চাকরি করতেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি আসেন। বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বোরহানউদ্দিনে যাচ্ছিলেন তিনি। বোরহানগঞ্জ বাজারের পশ্চিম পাশে আসলে ওই সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী তেলবোঝাই মেসার্স ছালাম স্টোর নামে ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থালেই শফিজলের মৃত্যু হয়।
নিহত শফিজল ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আব্দুল হকের ছেলে ও সৌদি প্রবাসী।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. এনামুল হক জনান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেলের ট্যাংকারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ড্রাইভারকে আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।