লাকসাম প্রতিনিধি: সম্প্রতি টঙ্গী ইজতেমার ময়দানে তাবলীগ জামাতের মুসল্লীদের উপর সা’য়াদ পন্থিদের অতর্কিত হামলায় নিহত হওয়া এবং আহতদের ঘটনার প্রতিবাদে লাকসাম উপজেলা আলেম ওলামা ও তৌহিদী জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল সহকারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ এর মাধ্যমে সা’য়াদ গ্রুপকে নিষিদ্ধকরণ এবং তাদেরকে জঙ্গী সংগঠন অ্যাখ্যা দেয়ার দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। মিছিল শেষে বক্তারা তাবলীগের সা’য়াদ গ্রুপকে নিষিদ্ধ করণের দাবী এবং তাদের কে জঙ্গী সংগঠন অ্যাখ্যা দিতে হবে। তারা ইসলাম বিরোধী লোক। টঙ্গীর ময়দানে নিরীহ তাবলীগ জামাতের মুসল্লিদের উপর গভীররাতে হামলা চালিয়েছেন। এতে করে ৩/৪ জন মুসল্লী শহীদ হন এবং অসংখ্য মুসল্লী গুরুতর আহত হন। এই হত্যা পরিকল্পিত। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাও. আবুল খায়ের, মাও. ইউসুফ, মাও. মুফতি মাহবুবুর রহমান, মাও. মোহাম্মদ উল্লাহ, প্রফেসর মঞ্জুরুল আলম মঞ্জুসহ অনেক ওলামায়ে কেরামগণ।