শহীদুল ইসলাম শাহীন: গত ২৬ নভেম্বর ২০২৩ইং তারিখে সকল শিক্ষাবোর্ডে এইচএসসি/আলিম পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। তার ধারাবাহিকতায় মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতাধীন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার ঘোষিত ফলাফল অনুযায়ী ৯জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। তারা হলেন- সুজানা ইয়াসমিন অপি, জান্নাতুল ফেরদাউস, রাফিয়া আক্তার, ফারিয়া নাজমিন, মো: জাকারিয়া ইসলাম, ওসমান গণি, মাহমুদুল হাসান, নুরুন্নবী ও ওসমান গণি। তাদের এই ভালো ফলাফলের জন্য তারা মাদ্রাসায় এসে শিক্ষকদের সাথে ছবি তুলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আমিনুল ইসলাম, সহ-অধ্যাপক মাও হুছাইন আহমেদ মোল্লা, মো: ওয়াহিদুর রহমান বিএসসি, সহ অধ্যাপক মাও নুরুল্লাহ, মো: আরশাদ, বাংলা প্রভাষক আফরিন সুলতানা, মাও তোফায়েল আহমেদ সহ অন্যান্য শিক্ষক এবং কর্মচারীবৃন্দ। জিপিএ-৫ প্রাপ্তদের বিষয়ে পরিচালনা পর্ষদের সভাপতি ও লাকসাম প্রেস ক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস বলেন, আমরা তাদেরকে সংবর্ধনা দিব এবং তাদের চমৎকার ফলাফলের জন্য শিক্ষক, পরিচালনা কমিটি, অভিভাবক এবং তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল।