নিজস্ব প্রতিবেদক:-ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে বিজয়ীর নাম বৃষ্টি। অবশেষে প্রকৃতির কাছেই হার মানতে হলো দুই দলকেই। শনিবার (২ সেপ্টেম্বর) পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
ভারতের ইনিংসেও দুইবার হানা দিয়েছিল বৃষ্টি। তবে ইনিংসটা শেষ করা গেছে বাধার পরও। ভারত ২৬৬ রানে অলআউট হয়। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৭ রানের।
কিন্তু লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামার আর সুযোগই হলো না পাকিস্তানের। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলো। ফলে দুই দল ১ পয়েন্ট করে ভাগাভাগি করতে হয়েছে।