নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে দেশে দেশে সরকারের চিঠি

পোস্ট এর সময় : ১১:৪২ অপরাহ্ণ , ভিজিটর : ৪

কূটনৈতিক রিপোর্টার:-অত্যাসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানাতে দেশে দেশে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকাস্থ বিভিন্ন দেশের মিশনে এটি পাঠানো হয়েছে। জানা গেছে, পরবর্তীতে বাংলাদেশ মিশনের মাধ্যমেও দেশগুলোতে এটি পাঠানো হবে। বুধবার থেকে মিশনগুলোতে চিঠি পাঠানো শুরু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রমতে, চিঠিতে বলা হয়, ২০২৪ সালের সূচনাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষিতে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

বিদেশি মিশনগুলোতে পাঠানো চিঠির সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ‘বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩’ সংযুক্ত করে দেয়া হয়। তাতে আগামী ২১শে নভেম্বরের মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহীদের আবেদন করতে বলা হয়। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে বলা হয়, ইসি চায় দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা যেন নির্বাচন পর্যবেক্ষক করেন। নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য ভোট পর্যবেক্ষণে নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য সব পর্যবেক্ষণ কার্যক্রম উন্মুক্ত থাকবে।
বিজ্ঞাপন
এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩ মেনে আবেদন করতে হবে। আবেদনপত্র ইসি’র ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *