কেউ ৬০ বিঘার বেশি জমির মালিক হতে পারবে না

পোস্ট এর সময় : ১১:৪২ অপরাহ্ণ , ভিজিটর : ৫

নিজস্ব প্রতিবেদক:-ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে কেউ ৬০ বিঘার বেশি জমির মালিক হতে পারবে না। তিন ফসলি জমিতে কোনো স্থাপনাও করা যাবে না।

শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের ঢাকা চেম্বার ভবনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আগামী সংসদ অধিবেশনে ভূমি অপরাধ আইন, ভূমি পুনর্গঠন, সংস্কারসহ আমি তিনটা বিল উপস্থাপন করব। আশা করি, অক্টোবরে এসব পাস করাতে পারব।’

তিনি বলেন, ‘তিন ফসলি জমিতে কোনো স্থাপনা আমরা করতে দেব না। তিন ফসলি জমিতে স্থাপনা আইন পাসের মাধ্যমে বন্ধ হয়ে যাবে। আর দুই ফসলি জমিতে স্থাপনা করার ক্ষেত্রেও নিরুৎসাহিত করছি।’

ভূমিমন্ত্রী বলেন, ‘কারো জমি ৬০ বিঘার ওপরে গেলে আমাদের মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। যুক্তি দেখাতে হবে, কী কারণে ৬০ বিঘার বেশি। আপনি চট্টগ্রামে ৬০ বিঘা জমি কিনলেন, আবার রংপুরে ৬০ বিঘা নিচ্ছেন। এটা আর হবে না। আমরা সে জন্য সিস্টেম উন্নয়ন করে দিচ্ছি। সেখানে থাকবে আপনার নামে কতটুকু জমি আছে। আপনি দেশের যে জায়গায় জমি কিনতে যান, সেখানেই ওটা দেখা যাবে। কিনতে গেলেই বলবে, আপনার নামে ইতোমধ্যে ৬০ বিঘা জমি আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *