কমপুরের টিকিট বিক্রির সার্বিক বিষয় নিয়ে কথা বলছেন রেলমন্ত্রী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের পর অগ্নিদগ্ধ করে হত্যা মামলার চার্জশিট দু-একদিনের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
পুলিশ সুপার মো. ইকবাল বলেন, নুসরাত হত্যা মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে। ৩০ মের মধ্যে চার্জশিট দেয়া হবে। তবে ঠিক কতজনের নামে চার্জশিট দেয়া হবে তা বলতে অপারগতা প্রকাশ করেছেন তিনি।