নিজস্ব প্রতিবেদক:- ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষ্যে গত মঙ্গলবার ৫১৬৯ লী হাইওয়ে আলাদিন রেস্তোরায় সন্ধ্যা ৭ :৩০ মিনিটে মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামীলীগের সহযোগিতায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় |
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের অভিভাবক সম্মানিত সংগ্রামী সভাপতি সকলের প্রিয় মাহমুদুন নবী বাকী ভাই ,উক্ত আলোচনা সভার শুরুতেই বাকী ভাই ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরেন এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আগামী ২০২৪ সালের নির্বাচনে মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ পরিবারের করণীয় কি সেই বিষয়ে দিক নির্দেশনা দেন |
এইতে আরো বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামীলীগের সভাপতি মোহসিনা জান্নাত রিমি ,মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি সিদ্দিক সাজ ,মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ ভাই ,মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়সাল ভাই ,মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সাকিলা সুলতানা লুলু ,মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলমগীর এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ |
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ,মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহারউদ্দিন আজিম ,মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের সহ সভাপতি স্বপন ইসলাম ,মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক জহির ,মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এম রহমান মনি ভাই এবং সদস্যঃ আনান |